ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম গ্রেপ্তার।

ঝিনাইদহ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলার আসামি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে ঢাকার সাভার উপজেলার নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের একাধিক সূত্র কালের কণ্ঠকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ আগস্ট ঝিনাইদহের জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন নিহতের শ্বশুর আবু বক্কর সিদ্দিক।

তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসন থেকে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *