বাজারে ঝড় তুলছে রেডমি ১৩ সিরিজের নতুন ফোন ­

0
118

আরডিআর ডেস্কঃ

শাওমি রেডমি সিরিজের নোট ১৩ মডেল উন্মোচন করেছে। সুপারনোট ট্যাগলাইনে নতুন ডিভাইসটি ডিজাইন করেছে নির্মাতারা। মডেলের বৈশিষ্ট্য ১০৮ মেগাপিক্সেলসহ ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে, প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮৫, ৬ ন্যানোমিটারের ম্যানুফ্যাকচার প্রসেস। বিশেষ চিপসেটের কারণে মাল্টিটাস্কিংয়ে ভালো অভিজ্ঞতার নিশ্চয়তার কথা বলেছে নির্মাতারা।

ট্রিপল ক্যামেরায় আরও আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। নিরাপত্তায় আছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিচারের ফলে কোনো এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই ফোনটি আনলক করা যাবে। থাকছে এআই ফেস আনলক ফিচার। ভিডিও, গেমিং বা ব্রাউজিংয়ের ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স ১৮০০ নিট অভিজ্ঞতা পাওয় যাবে।

এছাড়াও মডেলের রঙেও বৈচিত্র্যতা থাকছে– মিডনাইট ব্ল্যাক,আইস ব্লু ও মিন্ট গ্রিন। মডেলের দুটি সংস্করণ। র‌্যাম ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ;দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। র‌্যাম ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ এই মোবাইল ফেনটির দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here