দাগনভূঞা প্রতিনিধি.
দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার বিকেলে দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল গেইটের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিরো পয়েন্টে এসে মিলিত হয়। এসময় র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, পৌর বিএনপির সভাপতি শফিকুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আকবর,
ফেনী জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাইফুর রহমান রতন, উপজেলা শ্রমিক দল সভাপতি কামাল হাজারী,উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, সদস্য সচিব মনছুর ভূঞা, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য সচিব ওলি আহমেদ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরও সদস্য সচিব শাকিলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী র্যালীতে অংশ নেন। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি নেতৃবৃ বক্তব্য দেন।