We are sitting at a table in a Jewish community center in Uman, a city slightly west of the center of Ukraine.
দাগনভূঞা প্রতিনিধি.দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি জনসমুদ্রে পরিণত হয়েছে।শনিবার বিকেলে দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল গেইটের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিরো পয়েন্টে এসে মিলিত হয়। এসময় র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, পৌর বিএনপির সভাপতি শফিকুর …