জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ২০ শিক্ষার্থী

শেকৃবি প্রতিনিধি:

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের এনইএফ বৃত্তির চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

বৃত্তি পাওয়া ২০ শিক্ষার্থী আগামী তিন বছর বার্ষিক ৩৬ হাজার টাকা (আনুমানিক) হারে বৃত্তি পাবেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী।

নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য নাগাও ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেন।

সংস্থাটি থেকে কৃষিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালয়কে এই বৃত্তির আওতাভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *